ভূমিকা
একটি আদর্শ সমাজ গঠনে আদর্শ মানুষের বিকল্প নেই, আর আদর্শ মানুষ গঠনে আদর্শ মায়ের বিকল্প নেই। ‘পুরুষরা নারীর মতো নয়’- হযরত মরিয়ম (আঃ) সম্পর্কে তাঁর মাতাকে সান্তনা দিয়ে কুরআনের এ ঘোষণা কত যে সুদূর প্রসারী তাৎপর্য ও গুরুত্ব বহন করে, তা বলার অপেক্ষা রাখে না। আল্লাহভিরু ও সুন্দর একটি ভবিষ্যৎ প্রজন্ম আমাদের একান্ত প্রত্যাশা। কিন্তু পাশ্চাত্যের কুশিক্ষা ও অসভ্যতার দিক্ষায় প্রভাবিত আজকের নারী সমাজকে তা থেকে মুক্ত করে ইলমে ওয়াহির জ্ঞানালোয় আল্লাহ ও তাঁর রাসুল প্রেমে সিক্ত করতে সক্ষম না হলে সে প্রত্যাশা পুরণ হবে না। এ জন্য দরকার ইলমে ওয়াহির চর্চাকে সময়োপযোগি করে ব্যাপকভাবে বিস্তার ও সম্প্রসারণ করা। তবেই একটি আদর্শ জাতি গঠনের নিমিত্তে জাতিকে একজন ‘আদর্শ মা’ উপহার দেয়া সম্ভব।ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরয। জরুরীয়াতে দ্বীনের অতীব প্রয়োজনীয় বিষয় যা না শিখলে মুসলমানিত্ব রক্ষা সম্ভব হবে না। এ দিকটা লক্ষ্য রেখে যুগের চাহিদা পূরণে সহীহশুদ্ধ রূপে কুরআন ও জরুরীয়াতে দ্বীনের অতীব প্রয়োজনীয় বিষয়াবলী শিক্ষাদানের পাশাপাশি আধুনিক শিক্ষা তথা বাংলা, অংক ও ইংরেজী শিক্ষাদানসহ বাস্তবমুখী প্রশিক্ষণ দিয়ে একজন সু-নাগরিক এবং যোগ্য ও আদর্শ মা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই দারুল কুরআন মহিলা মাদরাসা প্রতিষ্ঠিত।
সুতরাং আপনাদের আদরের সন্তানকে জরুরীতে দ্বীনের অতীব গুরুত্বপূর্ণ বিষয়াবলীকে সামনে রেখে কুরআন ও হাদীস শিক্ষাদানের পাশাপাশি বাংলা ও ইংরেজীর মৌলিক জ্ঞান দান ও যুগের চাহিদা পূরণে এই দ্বীনি প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আল্লাহ তা‘আলা আমাদের এ প্রচেষ্টাকে কবুল করুন। আমীন!