ভর্তি চলছে ! ভর্তি চলছে ! ভর্তি চলছে ! আবাসিক, অনাবাসিক। দারুল কুরআন মহিলা মাদরাসা, নওদাপাড়া আমচত্তর , রায়পাড়া, রাজশাহী

নিয়মাবলী

নিয়মাবলী

  • হাতাপুরা হাটুর নীচ পর্যন্ত ঢোলা ও লম্বা জামা এবং ঢোলা সালোয়ার (কমপক্ষে ২ সেট) এবং বোরকা (কমপক্ষে ১ সেট। ১২ বছর ও তদোর্ধ বয়সীদের ক্ষেত্রে)।
  • প্রতিষ্ঠানের অনুমোদনহীন পোষাক-পরিচ্ছদ, খেলনা-সামগ্রী ইত্যাদি- এ জাতিয় কোন জিনিস সঙ্গে রাখা যাবে না।
  • ছাত্রীগণ নিজ দায়িত্বে নগদ অর্থ, স্বর্ণ, রুপা বা যে কোন দামি গহনা সঙ্গে রাখতে পারবে না এবং ধার কর্য নিতে ও দিতে পারবে না।
  • মাদরাসা কর্তৃপক্ষের অনুমতি নেই এমন জিনিস যে কোন কারণে এবং যে কোন সময় যাচাই বা বাজেয়াপ্ত করলে ছাত্রী বা অভিভাবক/অভিভাবিকাদের কোনরূপ আপত্তি চলবে না।
  • শিক্ষিকাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধাশীল হতে হবে।
  • প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের সাথে উত্তম ব্যবহার করতে হবে।
  • সহপাঠী ছাত্রীদের সাথে উত্তম ব্যবহার করতে হবে এবং পরস্পর ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া যাবে না।
  • মাদরাসার আসবাবপত্রের যথাযথ হিফাযত (সংরক্ষণ) করতে হবে। নষ্ট করবে না এবং নষ্ট হতেও দিবে না।
  • কোন ছাত্রী নিজ ফ্লাটের দায়ীত্বে নিয়োজিত শিক্ষিকার অনুমতি ব্যতীত অন্য ফ্লাটে আসা যাওয়া করা এবং অন্যের সিটে শোয়া অথবা ঘুমানো যাবে না।
  • মাহরাম ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গে দেখা সাক্ষাৎ ও আসা যাওয়া করতে পারবে না।
  • মাদরাসা কর্তৃক নির্ধারিত সার্বিক নিয়মাবলী ও সময়সূচী মেনে চলতে হবে।
  • সাপ্তাহিক তালিমে আবাসিক ও অনাবাসিক সকল ছাত্রীদের উপস্থিত থাকতে হবে।
  • কোন ছাত্রী মোবাইল ফোন, সিম, কার্ড গল্পের বই ও ছবি সঙ্গে রাখতে পারবে না।
  • কর্তৃপক্ষ যে কোন সময়ে নিয়মাবলীতে সংযোজন বিয়োজন করার অধিকার সংরক্ষণ করে।