ভর্তি চলছে ! ভর্তি চলছে ! ভর্তি চলছে ! আবাসিক, অনাবাসিক। দারুল কুরআন মহিলা মাদরাসা, নওদাপাড়া আমচত্তর , রায়পাড়া, রাজশাহী

বর্তমান কার্যক্রম

বর্তমান কার্যক্রম

নূরানী মক্তব বিভাগঃ

  • এ বিভাগে মাত্র ১ বছরে আল-কুরআনুল কারীম সহীহ শুদ্ধভাবে দেখে দেখে বিশুদ্ধরূপে পড়া।
  • আমপারাসহ বিশেষ বিশেষ ফযিলতের সূরাগুলো মুখস্থ করা।
  • বাংলা, অংক, ইংরেজি ও সমাজ পাঠ ও সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসায়ালাসমূহের পরিপূর্ণ শিক্ষাদান।
  • বয়স্কাদের কুরআন শিক্ষা- আবাসিক/অনাবাসিক

নাযেরা বিভাগ:

  • মক্তব বিভাগে উত্তীর্ণ হলে এ বিভাগে ভর্তির সুযোগ থাকবে। নাযেরার সাথে সাথে ২য় ও ৩য় শ্রেণির অন্যান্য বিষয়গুলোও শিক্ষাদানের মাধ্যমে মেধাসম্পন্ন হলে হিফজের জন্য অন্যথায় কিতাবখানার জন্য ছাত্রীকে উত্তমরূপে গড়ে তোলা।

হিফজ বিভাগ:

  • এ বিভাগে আন্তর্তজাতিক মানসম্পন্ন হাফেজা দ্বারা অতি অল্প সময়ে হিফজ এর ব্যবস্থা রয়েছে।